সিদ্ধিরগঞ্জে নাসিকের সড়ক নির্মাণে বাধা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডস্থ আটিগ্রামের খালপাড় এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণে বাধা প্রদান করে ভাঙচুর এবং কর্মরত শ্রমিকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নাসিকের রাস্তা নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার রহমত আলী।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নির্মাণাধীন রাস্তার ভীম ভাঙচুর ও শ্রমিকদের উপর হামলা করে ঐ এলাকার বাসিন্দা হোসেন মিয়া, চাঁন মিয়া, মোসাঃ রুমানা আক্তার, নাছিমা ও সালাম।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার রহমত আলী জানান, রাস্তা নির্মাণের নির্ধারীত সীমানা থেকে দুই ফুট বাদ দিয়ে বাকী অংশে রাস্তা নির্মাণের জন্য অভিযুক্তরা চাপ প্রয়োগ করে। তাদের দাবি না মানায় তারা কর্মরত শ্রমিকদের উপর হামলা করে। এতে আশরাফুল, মহসিন, হারুন ও জাকির সহ ৫ জন শ্রমিক আহত হয়। এ বিষয়ে আমরা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবো।