দিনার খোঁজ নিলেন মেয়র প্যানেল মেয়র


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৮ অক্টোবর ২০২১, সোমবার
দিনার খোঁজ নিলেন মেয়র প্যানেল মেয়র

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন নারায়য়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা।

এসময় মেয়র আইভী দিনার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। সেই সাথে তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই ভাবে প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাও খোঁজ খবর নিয়েছেন।

জানা যায়, কাউন্সিলর আয়শা আক্তার দিনা অর্থোপিডিক্স ও লিভারজনিত সমস্যায় অসুস্থ হয়ে গত ২ অক্টোবর থেকে রাজধানীর অগ্রনী ম্যানুপুলেশন থেরাপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি দীর্ঘ দিন যাবত ডাক্তার দেখিয়ে ঘরেই চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু বর্তমানে তার অর্থোপিডিক্স সমস্যা বেশি হওয়াতে হাসপাতালে ভর্তি হতে হয়। তার রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে চেয়েছেন তার স্বামী সায়েম প্রধান।

প্রসঙ্গত, করোনাকালীন সময়ে অসহায় গর্ভবতী মায়েদের প্রসবকালীন সেবা দেওয়া সহ বিভিন্ন নাগরিক সেবা দেয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা মানবতার মা পদকে ভূষিত হয়েছিলেন।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর