১৬ নং ওয়ার্ডে সেই এপন হবেন সজলের প্রতিদ্বন্দ্বী

আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। সে হিসেবে দিন যাওয়ার সাথে সাথে ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা অনেক আগে থেকেই মাঠে রয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের সরবতা আগের চেয়ে অনেক বেড়েছে।
কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা একটু বেশি সরব হয়েছেন। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও দেড় বছরের শিশু হারানো পিতা সৈয়দ ওমর খালেদ এপন।
গত সিটি কর্পোরেশনের নির্বাচনেও তিনি ১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন সৈয়দ ওমর খালেদ এপন। আর সেই শত্রুতার রেস ধরে তার দেড় বছরের শিশুপুত্র সাদমান সাকিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার। এখন পর্যন্তও সেই শিশুর সন্ধান পাননি তিনি। তারপরেও তিনি দমে যাননি। এবারের সিটি কর্পোরেশনেও তিনি প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সৈয়দ ওমর খালেদ এপন বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি। আমি নির্বাচন করবোই। যত বাধা যতই প্রতিবন্ধকতা আসুক প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে আসবো না।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৬ সালের নির্বাচনেও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন সৈয়দ ওমর খালেদ। সেবার তিনি পাশ না করলেও মোটামুটি তিনি আলোচনায় ছিলেন।
এই নির্বাচনের একবছর পর ২০১৭ সালের ১ ডিসেম্বর শুক্রবার দুপুর দেড়টায় ঘরের বাইরে খেলার সময় দেওভোগ কাঠের দোতলা বড় জামে মসজিদ এলাকা থেকে শিশু সাদমান সাকি নিখোঁজ হয়। সাদমান সাকি নিখোঁজের ১৩ দিন পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাদমান সাকির বাবা সৈয়দ ওমর খালেদ এপন একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন। একই সাথে সাদমান সাকির সন্ধানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন সহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কয়েকবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেই সাথে শিশু সাদমান সাকির উদ্ধারের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলল নাজমুল আলম সজলকে দায়ী করে বক্তব্যও দেয়া হয়েছে। সে সময় এপনের বক্তব্য ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন বিধায় সজল তার লোকদের দিয়ে তার শিশুপুত্রকে অপহরণ করিয়েছে।
সর্বশেষ ২০১৯ সালের ২৭ মার্চ শিশু সাদমান সাকির বাবা সৈয়দ ওমর খালেদ এপন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল আলম সজল সহ ৬ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানায়।
সে সময় সাদমান সাকির বাবা সৈয়দ ওমর খালেদ এপনের বক্তব্য ছিল, শিশু সন্তান নিয়ে কেউ অপরাজনীতি করবে না। এটা কোন মানুষের কাজ হতে পারে না। আমি আমার শিশু সন্তান সাদমান সাকির উদ্ধার চাই। কাউকে দায়ী কিংবা দোষী করা আমার উদ্দেশ্য না। দোষী সাব্যস্ত করার দায়িত্ব প্রশাসনের। আমার যাদেরকে সন্দেহ হয় তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছি। এটা প্রমাণ করার দায়িত্ব প্রশাসনের।