চাষাঢ়ায় বহুতল ভবন অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎ চুরি


স্টাফ করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
চাষাঢ়ায় বহুতল ভবন অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎ চুরি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি বহুতল ভবন ও শহরের নবীগঞ্জ এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির বিষয়টি উদঘাটিত করেছে ডিপিডিসির টাস্কফোর্সের একটি টিম।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিপিডিসির ঢাকাস্থ টাস্কফোর্সের একটি টিম এ অভিযান চালায়। ওই বহুতল ভবন ও অটোরিকশার গ্যারেজের বিরুদ্ধে জরিমানার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামাল হোসেন জানান, মঙ্গলবার উপ বিভাগীয় প্রকৌশলী রিয়াজুল হকের নেতৃত্বাধীন ঢাকাস্থ ডিপিডিসির টাস্কফোর্সের একটি টিম শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত মহল্লায় একটি ১০ তলা ভবনে অভিযান চালিয়ে মিটার টেম্পারিং এর মাধ্যমে বিদ্যুৎ চুরির প্রমাণ পেয়েছে। এছাড়াও নবীগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজেও একইভাবে মিটার টেম্পারিং এর মাধ্যমে বিদ্যুৎ চুরির প্রমাণ পেয়েছে। ওই বহুতল ভবন ও অটোরিকশার গ্যারেজের মালিকপক্ষকে জরিমানা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যদি জরিমানা পরিশোধ না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর