বন্দরে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
বন্দর করেসপনডেন্ট |
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২২ নভেম্বর ২০২০, রবিবার

বন্দরে মোবাইল ফোনে কথা বলতে বারন করায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ২২ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোডস্থ শরিফুল মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহননকারি স্কুলছাত্রী সুমাইয়া আক্তার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত সহিদ মিয়ার মেয়ে ও সোনাকান্দা মেরিনস্থ গনমুখি আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণী ছাত্রী বলে জানা গেছে।
সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহননকারি স্কুল ছাত্রীর মা মুক্তা বেগম বাদী হয়ে ঘটনার ওই সন্ধ্যায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য লিখুন: