বিদ্যুৎস্পৃষ্টে চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ আমানের ছোট ভাই পাওয়ারলুম ব্যবসায়ী রবিউল্লাহ (৩৫) নিহত হয়েছেন।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার মাহমুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমানউল্লাহ আমানের ছোট ভাই রবিউল্লাহ তাদের পাওয়ারলুম খারখানা পরিদশর্নে যান। পরিদর্শনের এক পর্যায়ে তার একটি হাত মেশিনে লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি অপর একটি মেশিনের উপর ছিটকে পরেন। পরে শ্রমিক ও স্বজনেরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়।
গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম কামাল হোসেন জানান, আগে থেকে অসাবধানতাবসত পাওয়ারলুম মেশিন বিদ্যুতায়িত হয়েছিল। যার ফলে এই ঘটনা ঘটেছে।