কামরুল মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ সারোয়ারের


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ১২:০৪ পিএম, ০২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
কামরুল মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ সারোয়ারের

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী গোলাম সারোয়ারের উপর হামলার ঘটনা ঘটেছে। সারোয়ারের দাবী বর্তমান মেম্বার কামরুল ইসলামের নেতৃত্বে লোকজন ৩০ অক্টোবর রাতে ওই হামলার ঘটনা ঘটিয়েছে। ওই সময়ে হামলাকারীরা প্রভাবশালীদের অনুগামী হিসেবে পরিচয় দেন।

৩১ অক্টোবর গোলাম সারোয়ার বলেন, ‘আমি এনায়েত নগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। গতকাল (শনিবার) রাত ১ টা থেকে দেড়টা পর্যন্ত ৪ টা ছেলেকে সাথে নিয়ে আমার কেন্দ্রের সামনে পোস্টার লাগাচ্ছিলাম। তখন কামরুল বাহিনী সাথে ফুটবলার মনির, ফরহাদ অতর্কিত হামলা চালায়। ওরা বলে উপরের কে নাকি আসছে আমার সাথে দেখা করার জন্য। সে আমাকে মেরে ফেলবে। ফুটবলার মনিরের উপরে নাকি লোক আছে, ওমুক সাহেবের লোক তিনি এসব বলে বার বার হুমকি দেয়। উনি কোন সাহেবের ভয় দেখায় আমি জানিনা তবে, কালকে আমাকে হত্যা করার জন্য এই হুমকি দেয়া হইসে। আমাকে বলছে বাসায় বসে থাকার জন্য এবং কেন্দ্র বন্ধ করে দিতে। আমি নির্বাচন করবো কিনা তা ভেবে দেখছি এবং আমি ভীত সন্ত্রস্থ এই ঘটনার পরে। আমাকে আপনারা সবাই বাঁচান, প্রশাসনের কাছে সহায়তা চাইবো। এসপির কাঁছে আমার অনুরোধ আমাকে বাঁচান। আমি আওয়ামী পরিবারের সন্তান। ৪০ বছর ধরে এই রাজনীতির সাথে জড়িত। আজ আমি সাধারণ আসনে আপেল মার্কায় দাঁড়িয়েছি তাই রাজাকারের ছেলেরা ক্ষুব্ধ। তারা নারায়ণগঞ্জের কোন সাহেবের কথা বলে আমাকে হত্যা চেষ্টা করে। আমি এখন প্রশাসনের কাছে বিচার চাই ও নির্বাচন কমিশনের কাছে সহায়তা চাই। প্লিজ আমাকে বাঁচান।’

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কয়েকজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছে। আমি এ বিষয়ে কিছু জানি না। আমার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। কেন সে এমনটা করছে আমার জানা নেই। তার সঙ্গে আমার কোন বিরোধও নেই।’

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর