দেলোয়ারের হাত পা ভেঙে দিব


বন্দর করেসপনডেন্ট | প্রকাশিত: ১১:৩৪ এএম, ০২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
দেলোয়ারের হাত পা ভেঙে দিব

বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ালীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজিমউদ্দিন প্রধান বলেছেন, এবারের নির্বাচন কলাগাছিয়া ইউনিয়নের মা বোনদের ভাগ্য উন্নয়নের নির্বাচন। দেলোয়ার গত ১০ বছর কলাগাছিয়া ইউনিয়নে কি উন্নয়ন করেছেন আপনারা তা দেখেছেন। সে জনগনের সমস্যার কথা ভলে গিয়ে এ ১০ বছর শুধু নিজের আখের গুছিয়েছেন।

৩০ অক্টোবর শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগর এলাকায় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধান প্রতিপক্ষ দেলোয়ার প্রধানের উদ্দেশ্যে করে আরো বলেন, আপনি ও আপনার লোকজন আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। গত শুক্রবার রাতে আপনার নির্দেশে আপনার সন্ত্রাসী বাহিনী আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে। কেন রাতের আধারে অযথা আমারা নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছেন। অনেক সহ্য করেছি আর না। আপনি খেলাতে চাইলে আমি খেলব। আসুন সামনে সামনি খেলি। কলাগাছিয়া ইউনিয়ন নির্বাচনে এবার খেলা হবে। একটু অপেক্ষা করেন আগামী ১১ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে কলাগাছিয়া ইউনিয়নবাসী আপনাকে খেলা দেখাবে।

১নং নয়ানগর এলাকার সমাজ সেবক ও বীরমুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়াীমীলীগ নেতা আবদুল্লাহ বাবু, ওবায়দুল্লাহ, ইব্রাহিম কাশেম, সমাজ সেবক হাজী হান্নান প্রধান, সেলিম কন্ট্রাটার, আলিম মিয়া, আক্তার হোসেন, সাইফুল্লাহ, ফয়েজ মিয়া, আজিজুল হক আজিজ, মাসুদ পারভেজ, ইয়াছিন আহাম্মেদ প্রমুখ। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মঞ্জুর হাসান মঞ্জু, জাপা নেতা আব্দুস সালাম, সফি ঢালী মেম্বার, ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন, শ্রমিকলীগ নেতা আরিফ, আনোয়ার হোসেন, শ্রমিকলীগ নেতা ওবায়দুল হক আরিফসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এদিকে অপর এক অনুষ্ঠানে বন্দর আওয়ামী লীগের সেক্রেটারী ও কলাগাছিয়ার চেয়ারম্যান প্রার্থী কাজিমউদ্দিন প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান দেলোয়ার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, ‘গত সপ্তাহে আমার ৬জন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পরে তাদের আমি আইনী লড়াই চালিয়ে জামিনে মুক্ত করেছি। এর মধ্যে গতকাল শুক্রবার সাবদিতে আমি নৌকার ক্যাম্প করেছিল। রাতে সেই ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। আবার যদি আমার নৌকার উপর আঘাত আনা হয় তাহলে তোমার হাত আমি ভেঙে দিব। চুরমার করে দিব। তোমার যদি এত শক্তি থাকে সামনা সামনি লড়াই করবো। তুমি কার ভরসায় এত বড় বড় কথা বলো। তুমি তোমার নেতাকে বলে দিও আমি কাজিমউদ্দিন বলছি আমাকে যদি ক্ষেপাও তাহলে তোমার বাপকেও আমি ছাড় দিব না। আমার ক্যাম্প মারধর করবে তুমি মনে রেখে তোমার মত দেলোয়ারের মত চারজনকে আমি চার পাচটা পকেটে রাখি। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে কলাগাছিয়াতে নেতৃত্ব দিব। নতুবা তুমি দিবে। কিন্তু তুমি সন্ত্রাসী কায়দায় সব কিছু দখল করতে চাইছ। আমি মনে করি আমার এ বক্তব্যের পর যদি দেলোয়ার প্রধান তুমি আঘাত করো তাহলে খবর আছে। আমি এও জানি তুমি তোমার ক্যাম্প জালিয়ে দিয়ে আমার নেতাকর্মীদের আসামী করবে। দেলোয়ার উগ্র হয়ে আছে। লাঙলের ক্যাম্প জ্বালিয়ে দিয়ে আমার নেতাকর্মীদের মামলা দিয়ে কারাগারে পাঠানোর পরিকল্পনা করছেন।

৩০ অক্টোবর বন্দরে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে কাজিমউদ্দিন এসব কথা বলেন।

এর আগে শুক্রবার রাতে বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় আওয়ামীলীগের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করার খবর পাওয়া গেছে। দেলোয়ার প্রধানের লোকজন এই ভাঙচুর চালিয়েছেন অভিযোগ কাজিমউদ্দিনের।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর