কোরআনে হাফেজকে দোয়া করলেন আইভী

সদ্য হাফেজ জুবায়েল হোসেন প্রধানকে দোয়া করলেন মেয়র আইভী। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে শহরে মেয়রের বাস ভবনে হাফেজ জুবায়েল হোসেন প্রধানকে নিয়ে তার বাবা শুক্কুর প্রধান নিয়ে যায়। এ সময় অ্যাডভোকে শাখাওয়াত হোসেন, মাহফুজুর রহমান প্রধান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পবিত্র আশুরা (১০) মহরম কোরআনে হাফেজ হলেন মোঃ জুবায়েল হোসেন। ঢাকা বকসালের হাফেজীয়া সুন্নীয়া মাদ্রাসা হতে ৩ বছরে পবিত্র আল কোরআনের ৩০ পাড়া মুখস্ত করে হাফেজ হলেন। মহরমের ১০ তারিখ বাদ ফজর মাদ্রাসা কর্তৃপক্ষ মো. জুবায়েল হোসেনকে হাফেজ বলে ঘোষনা দেন বলে হাফেজ মো. এনামুল হক জানান।
মাদ্রাসা হতে মো. জুবায়েল হোসেন প্রধান প্রথম হাফেজ হন। জুবায়েল হোসেন প্রধান হাফেজ হওয়াতে মাদ্রাসা কর্তৃপক্ষ খুশি। শুক্রবার বাদ ফজর হাফেজ জুবায়েল হোসেন প্রধান বন্দরের নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থানে দাদা, দাদীর কবরে জিয়ারত শেষে দরবারে শুকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠান হয়।
বিকেলে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী ও যুবলীগ নেতা আলী রেজা উজ্জল তাকে দোয়া করেন। ইমানের সাথে জুবায়েল হোসেন প্রধান ভবিষ্যতে চলতে পারে সেজন্য দোয়া করেন। নাসিক ২৩ নং ওর্য়াডস্থ বাগবাড়ী এলাকার বন্দর থানা মুক্তিযোদ্ধা জনতালীগের সাধারন সম্পাদক মোঃ শুক্কুর প্রধানের দ্বিতীয় ছেলে। ছেলে হাফেজ মোঃ জুবায়েল হোসেন প্রধান যাতে শরীয়া মোতাবেক আল কোরআন মুখস্থ রাখতে পারেন।