হাজী সাইজউদ্দিন মাদরাসায় কম্পিউটার প্রদান


সিটি করেসপন্ডেন্ট | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার
হাজী সাইজউদ্দিন মাদরাসায় কম্পিউটার প্রদান

খন্দকার ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার ২৬ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া হাজী সাইজউদ্দিন মাদরাসার ছাত্রদের শিক্ষার কাজে ব্যবহারের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার প্রদান করা হয়েছে। বিকেলে মাদরাসার সহকারি শিক্ষা সচিব মাওলানা আবুল হোসাইনসহ মাদরাসার ফতুয়া বিভাগের ছাত্র মোহাম্মদ সানাউল্লাহ হারুন, মোহাম্মদ রবিউল ইসলাম, জুনায়েদ আহম্মেদের হাতে কম্পিউটারটি তুলে দেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, কর্মকর্তা মো. সাফায়েত উল্লাহ, জামান হাসান রাসেল, রাজীব হাসান ও আরমান।

কম্পিউটার প্রদান অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, মহান রাব্বুল আল আমিনের দরবারে লাখো কোটি শোকরিয়া আজ এমন একটি কাজ করার তৌফিক দান করেছেন বলে। আল্লাহ না চাইলে আমার পক্ষে এটা করা সম্ভব হতো না। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। মাদরাসার ছাত্ররা যদি ভালো ফলাফল করে, তবেই আমার এ কম্পিউটার প্রদান সার্থক হবে। আর এ উছিলায় আল্লাহ যেনো সকল উম্মতকে দুনিয়া ও আখেরাতে ইজ্জতের সহিত রাখে।

আপনার মন্তব্য লিখুন:
newsnarayanganj-video
আজকের সবখবর