মশা কত যন্ত্রণা দিলে টনক নড়বে

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের আলোচিত জনদুর্ভোগ হলো মশা। নারায়ণগঞ্জের সব জায়গাতেই মশার যন্ত্রনায় অতিষ্ট সাধারণ মানুষজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মশা নিধনের দাবী জোরালো হচ্ছে। তবে এখন পর্যন্ত মশা নিধন নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
তারই ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মানুন মাহমুদ মশার উৎপাত নিয়ে কথা বলেছেন। তিনি তার ব্যাক্তগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেন, ‘মশার যন্ত্রণায় বাঁচি না। মশা আর কতো যন্ত্রণা দিলে সিটি কর্পোরেশনের টনক নড়বে? মশার অত্যাচারে ছাত্র দের পড়াশুনায় (অনলাইন/অফলাইন) মনোযোগে বিঘœ ঘটছে। মশার কামড়ে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্কদের মাথায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে। মানুষ দিনে বিশ্রাম নিতে পারছে না। রাতে ঘুমাতে পারছে না। শ্রমিকরা শান্তিতে কাজ করতে পারছে না। শ্রমিকদের কর্মঘণ্টা কমে যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মশার হাত থেকে আমাদের বাঁচান।’