রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ দ- প্রদান করেন।
দ-প্রাপ্তরা হলেন, উপজেলার তারাব পৌরসভার উত্তর নোয়াপাড়া এলাকার মৃত নেওয়াজ আলীর ছেলে সানাউল্লাহ মিয়া (৫০), সানাউল্লাহ মিয়ার স্ত্রী মিনু বেগম (৪৫) ও দক্ষিণ রূপসী এলাকার সহিদুল্লাহ মিয়ার ছেলে তারিকুল ইসলাম (২৭)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে উত্তর নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১শ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করে পুলিশ।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন ওই তিন জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। আসামীদের নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।