গিয়াসউদ্দিনের ফাঁসি চেয়ে মানববন্ধন
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের স্কুল ছাত্র দেলোয়ার হোসেন মোরসালিন হত্যা মামলার প্রধান আসামী বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দীনের জামিন শুনানী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন জামিনের শুনানী গ্রহন করেননি। জামিন আবেদনের সময়ে গিয়াসউদ্দিন স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে গিয়াসউদ্দিনে জামিন আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ পড়তে ক্লিক করুন
এদিকে মোরসালিন হত্যা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন ও তার সহযোগী আকরামের ফাঁসি দাবি করে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক সিদ্ধিরগঞ্জ এলাকাবাসীর ব্যানারে আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেছে। এ সময় তারা গিয়াস উদ্দিনের ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি উপস্থিত ছিলেন।
এর আগে রোববার মুহাম্মদ গিয়াসউদ্দিন উচ্চ আদালতের নির্দেশে নারায়ণগঞ্জ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবিদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত সোমবার পর্যন্ত জামিন মঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, জেলা ও দায়রা জজ আদালতে মুহাম্মদ গিয়াস উদ্দিন স্বশরীরে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন জামিন আবেদনের শুনানী না করে মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য দেলোয়ার হোসেন মোরছালিনের লাশ গত ২৫ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মোরছালিনের বাবা ওইদিন রাতেই সাবেক এমপি গিয়াসউদ্দিন ও তার ৩ ছেলে সহ ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মোরছালিন আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারীর ছেলে। সে শহরের মাসদাইর এলাকায় অবস্থিত এরিবস ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।
