সিদ্ধিরগঞ্জে ১৫০ বোতল ফেনডিসিল সহ ৪ জন গ্রেফতার
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আটককৃতদের বহনকরা ব্যাগে তল্লাশী করে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সামসুল আলম জানান, দুপুরে শিমরাইল মোড়ে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট কলা পট্টী এলাকা থেকে শহিদুল ইসলাম ওসমান (৩০), ইয়াকুব আলী (৩৭), মোঃ জাফর (৩০) ও মোঃ আব্দুল মান্নানকে (৩৫) আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশী করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসআই সামসুল আলম আরো জানান, গ্রেফতারকৃতরা স্টারলাইন পরিবহনে করে শিমরাইল মোড়ে আসেন। তারা ফেনসিডিল গুলো নিয়ে মিজমিজি এলাকায় যাচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।