‘নির্দেশ মানতে গিয়ে আমরা আসামী’
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত ২৪ আসামীর মধ্যে ২১জনকে সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। ওই সময়ে আসামীরা আদালতে বলেন, ‘আমরা কেউ এ ঘটনায় জড়িত না। শুধুমাত্র তারেক সাঈদ, আরিফ ও রানার নির্দেশ পালন করতে গিয়েই আমরা মামলা ও গ্রেপ্তারের শিকার’।
এ বক্তব্য দিতে গিয়ে কয়েকজন তখন কেঁদে উঠেন।
সোমবার সকাল পৌনে ১০টায় নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে সাত হত্যাকান্ডের গ্রেপ্তার হওয়ার ১০জন র্যাব সদস্য ও চার্চিল, আলী আহম্মদ সহ আরও ১১জন সহ মোট ২১জনকে হাজির করা হলে র্যাব সদস্যরা বিচারকের কাছে এমন বক্তব্য তুলে ধরেন।
এ দিন সাত হত্যাকান্ডে গ্রেপ্তারকৃতদের মধ্যে র্যাব-১১ এর সাবেক সিও তারেক সাঈদ, জেল হাজতে আত্মহত্যার চেষ্টাকারী ল্যান্স নায়ক বিল্লাল হোসেন, ও রিমান্ডে থাকা রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়নি। গ্রেপ্তারকৃত বাকিদের আদালতে হাজির করা হয়।
হাজিরকৃত আসামীরা হলো, র্যাব-১১ এর সাবেক উপ অধিনায়ক আরিফ হোসেন, এম এম রানা, তানভীর, ইয়াসিন, আলমগীর, সোনামিয়া, জুয়েল আহম্মেদ, মিজান, আবদুর রহিম, আরিফুজ্জামান, মহিবুল্লাহ, রফিকুল ইসলাম, মর্তুজা জামান চার্চিল, আলী আহম্মেদ, মিজানুর রহমান, মো: ইমদাদুল হক, আরওজি আরিফ হোসেন, মো: হীরা মিয়া, আবু তৈয়ব, মো: সিহাব উদ্দিন ও পুর্ণেন্দু বালা।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে বাকি একজনের লাশ পাওয়া নদীতে।