মেয়েকে উত্ত্যক্ত : বাবা ছেলের বিরুদ্ধে মামলা
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ শহরের তামকপট্টি এলাকায় মারধর করার অভিযোগ এনে বাবা ও ছেলে সহ ৫ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে এম এম রানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলার আসমীরা হলো, অমিত, অনিক, আব্দুল করিম, ভুট্টো ও এলিন।
মামলায় উল্লেখ করা হয়েছে, শহরের তামকপট্টি এলাকার এম এম রানার মেয়েকে উত্ত্যক্ত করার সময় প্রতিবাদ করায় একই এলাকার অমিত, অনিক, আব্দুল করিম, ভুট্টো ও এলিন মিলে মারধর করে আর তার সঙ্গে থাকা মোবাইল ঘড়ি একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মঞ্জুর কাদের পিপি এম জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।