অটোরিকশা চালক হত্যার ঘটনায় ১ জন গ্রেফতার
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় অটোরিকশা চালক রাসেল হত্যার ঘটনায় সোমবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত রাসেলের মা শান্তি বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার পর গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে শম্ভুপুরা ইউনিেেনর হোসেনপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত আসামী রায়হানকে গ্রেফতার করেছে।
জানা গেছে, সোনারগাঁ পৌর এলাকার চিলারবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাসেল (২৫) অটোরিক্্রা নিয়ে রোববার বিকেলে বের হয়। পরে সোমবার দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঈদগাহের পাশে অটোরিক্্রা চালক রাসেলের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে রাতে নিহত রাসেলের মা শান্তি বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে শম্ভুপুরা ইউনিেেনর হোসেনপুর এলাকা থেকে এজহারভূক্ত আসামী রায়হানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রায়হান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের সিরাজ মিস্ত্রির ছেলে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, রাসেল হত্যা মামলার এজহারভূক্ত আসামী রায়হানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।