দুটি পত্রিকা উত্তেজনা ছড়িয়ে নারায়ণগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টির চেষ্টা করছে
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে দুটি পত্রিকা উত্তেজনা ছড়িয়ে শান্তি প্রতিষ্ঠার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করে জেলা প্রশাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। অন্যথায় পুনরায় একই ঘটনা ঘটলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর উপজেলার শান্তিনগরে জেগে উঠা এক হাজার একর জমিতে নীট পল্লী গড়ে তোলার জন্য সরকারী উদ্যোগ গ্রহন ও সহযোগীতা চেয়ে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন জমা দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে দুই পত্রিকা আমার ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমার ছবি দিয়ে কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোন সাংবাদিকের ক্ষমতা নেই পত্রিকা বিক্রির জন্য আমার ছবি দিয়ে কটুক্তি করা। আমি শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়ে কাজ করে যাচ্ছি। আর তারা লিখছে নারায়ণগঞ্জ থেকে রাজনীতি শেষ হয়ে গেছে, সবকিছু ওসমান পরিবারের মুঠোতে চলে যাচ্ছে। তারা শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে উত্তেজনা ছড়াতে চাইছে। এ বিষয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এ ঘটনার পুণরাবৃত্তি ঘটলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। তবে এ সময় তিনি কোন পত্রিকার নাম উল্লেখ করেন নি।
- সুবিধাবঞ্চিতদের স্কুলের নাম ‘গাউছুল আজম ইন্সটিটিউট’ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুশিয়ারী সেলিম ওসমানের
- নিতাইগঞ্জের অসন্তোষ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত
- দুটি পত্রিকা উত্তেজনা ছড়িয়ে নারায়ণগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টির চেষ্টা করছে
- সিআইপি কার্ড পেলেন সেলিম ওসমান, প্রবীর সাহা, আসাদুল সহ না.গঞ্জের ৮ জন
- বন্দরে এক হাজার একরে নিট পল্লী নির্মানে প্রধানমন্ত্রী বরাবর আবেদন : উন্নয়নে সহযোগীতা চাইলেন সেলিম ওসমান
- কুমারী পূজা পরিদর্শন করে সেলিম ওসমান : মাসদাইর সকলের শেষ ঠিকানা