মাসদাইর সকলের শেষ ঠিকানা
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, ধর্মের সাথে সাথে সমাজ উন্নয়নের কাজও আরো বেশি করে করি। উন্নয়ন করাটাই থাকবে। এটাই আমাদের কর্ম। নারায়ণগঞ্জে যে বদনাম হয়েছে তা সকল ধর্মের পূজা, উপাসনা, প্রার্থনার মাধম্যে নারায়ণগঞ্জকে পুর্ণজীবিত করতে পারবো। মাসদাইর সকলের শেষ ঠিকানা। কবর বলেন, দাহ বলেন, বৌদ্ধ, খ্রীষ্টানদের সমাধি বলেন আমরা সবাই সেখানে চলে যাবো। প্রতিটি মানুষ জাত ধর্মের বিভেদ বাদ দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করতে পারি। আমরা যেন নিশ্চিন্তে নারায়ণগঞ্জে বসবাস করতে পারি যে জন্য সবাই পূজা করবেন প্রার্থনা করবেন। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য প্রার্থনা করবেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী পূজা দর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তারাপদ আর্চয্য কুমারী পূজার বই উপহার দেন।
উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ তিলক মহারাজ, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।
- সুবিধাবঞ্চিতদের স্কুলের নাম ‘গাউছুল আজম ইন্সটিটিউট’ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে হুশিয়ারী সেলিম ওসমানের
- নিতাইগঞ্জের অসন্তোষ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত
- দুটি পত্রিকা উত্তেজনা ছড়িয়ে নারায়ণগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টির চেষ্টা করছে
- সিআইপি কার্ড পেলেন সেলিম ওসমান, প্রবীর সাহা, আসাদুল সহ না.গঞ্জের ৮ জন
- বন্দরে এক হাজার একরে নিট পল্লী নির্মানে প্রধানমন্ত্রী বরাবর আবেদন : উন্নয়নে সহযোগীতা চাইলেন সেলিম ওসমান
- কুমারী পূজা পরিদর্শন করে সেলিম ওসমান : মাসদাইর সকলের শেষ ঠিকানা