লিকো মদের দোকানকে অর্থদন্ড
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নিয়ম বর্হিভূতভাবে মদ বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ শহরের টানবাজারে অবস্থিত লিকো মদ বিক্রির দোকানকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনিম জেরিন বিনতে শেখ ও মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তাসনিম জেরিন বিনতে শেখ জানান, পারমিট ছাড়া ব্যক্তিদের কাছে লিকো কর্তৃপক্ষ মদ বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানকালে তার রেজিষ্টার মিলিয়ে এ অসঙ্গতি পাওয়া গেছে। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই প্রতিষ্ঠানটিকে নগদ ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।