বন্দরে সামিট পাওয়ার প্লান্টে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর

|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

বন্দরে সামিট পাওয়ার প্লান্টে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট পাওয়ার প্লান্টে হামলা ও ভাংচুর করেছে এলাকাবাসী। এতে ৫জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উসলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।   এলাকাবাসী জানায়, সকালে মদনগঞ্জ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে হোসিয়ারী শ্রমিক রনি মিয়া (২২) ক্রিকেট খেলার স্ট্যাম্প বানানোর জন্য সামিট পাওয়ার প্লান্টের দেয়াল টপকে গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। এলাকাবাসীর অভিযোগ কবুতর চুরি হওয়া রোধে সামিট পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ সীমানা ঘেষে বিদ্যুতের তারের বেষ্টনি দিয়ে রাখে। এ বেষ্টনি জড়িয়েই রনির মৃত্যু হয়।   এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুর ১টার দিকে এলাকাবাসী উত্তেজিত হয়ে সামিট পাওয়ার প্ল্যন্টে হামলা চালায়। এ সময় তারা প্রতিষ্ঠানের অর্ভ্যর্থনা কক্ষের কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করে এ ঘটনায় ৫জন নিরাপত্তা কর্মী আহত হয়। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।   বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।   এ ব্যাপারে সামিট গ্রুপের কারো বক্তব্য পাওয়া যায়নি।

বিভাগ : মহানগর


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও