পানিতে পড়ে মৃগী রোগীর মৃত্যু
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

আড়াইহাজারে পানিতে পড়ে নাঈম (১৫) নামের এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, নাঈম মঙ্গলবার রাতে থেকে নিখোজ হয়। অনেক খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। পরে বিকালে সালমদী বাজারের পাশের একটি ডোবা থেকে তার লাশ পাওয়া যায়। এলাকাবাসী জানায়, সে মৃগী রোগী ছিল। পানিতে পরে সে মারা গেছে। নাঈম মাহমুদপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।