কাউন্টার বসিয়ে মাদক বিক্রি : স্ত্রী ও বোন জামাতা আটক, ২পুলিশ আহত
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ শহরের অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা রিপন ওরফে তবলা রিপনের মাদক স্পটে পুলিশ অভিযান চালিয়ে তার স্ত্রী ও বোন জামাতা সহ তিনজনকে আটক করেছে। ওই সময়ে মাদক বিক্রেতাদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছে পুলিশের দুইজন সদস্য। বুধবার সন্ধ্যায় চাষাঢ়া এলাকাতে অভিযানটি চলে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা ওসি এস এম মঞ্জুর কাদের নিউজ নারায়ণগঞ্জকে জানান, তবলা রিপন চাষাঢ়া নিজ বাড়িতে মাদকের স্পট তৈরি করে কাউন্টারের মাধমে মাদক বিক্রি করে আসছিল। বুধবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তবলা রিপনের স্ত্রী রুবি রায়, বোন লিনা বিশ্বাস, জামাতা মন্টুকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তবলা রিপন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ৩০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, অভিযানের সময়ে এস আই আতাউর রহমান ও এএসআই শহীদুল ইসলাম আহত হয়েছে। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।