না.গঞ্জ কলেজের সামনে অর্ধশত বছরের পুরানো অবৈধ স্থাপনা এক ঘণ্টায় উচ্ছেদ
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মূল ফটকের সামনে অর্ধশত বছর ধরে থাকা অবৈধ স্থাপনা বৃহস্পতিবার দুপুরে মাত্র ১ঘণ্টায় উচ্ছেদ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা হতে কলেজ কর্তৃপক্ষ অনুদান হিসেবে টাকা গ্রহণ করতো। সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান এসব অবৈধ স্থাপনার ব্যাপারে আপত্তি করার পরেই বৃহস্পতিবার পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালায় কলেজ কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের পিপিএম কলেজের কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ নারায়ণগঞ্জকে বলেন , দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মূল ফটকের দু পাশ দখল করে দোকান নির্মান করে ব্যবসা করে আসছিল ক্ষুদে ব্যবসায়ীরা। কলেজ কর্তৃপক্ষ বারবার দোকান মালিকদের মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে তা কোন কর্ণপাত করেনি তার। তাই কলেজ কতৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার ২৩টি অবৈধ স্থাপনার দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ২৩টি দোকানের মধ্যে রয়েছে কাপড় ও জুতার দোকান।
উচ্ছেদ হওয়া এক দোকান মালিক আনোয়ার হোসেন আনু বলেন , আমাদের বাপ দাদার আমল থেকে আমরা এখানে দোকানধারী করে আসছি। এখানে দুই এক বছর না অর্ধশত বছর ধরে দোকান। আজ তারা উচ্ছেদ করলো।