সকল দপ্তরে মাস্কের ব্যাবহার নিশ্চিত করতেই হবে : ডিসি
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১৪ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সকল দপ্তরের মাস্কের ব্যাবহার নিশ্চিত করতে হবে। অনেক সময় নি¤œ শ্রেণির মানুষজন মাস্ক কিনতে পারে না। আমরা জেলা প্রশাসন থেকে মাস্ক দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। যদি কারও প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫ নভেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় জুমের মাধ্যমে সংযুক্ত ছিলেন এনডিসি রেক্টর মোঃ রকিব হোসেন।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তারদের নিয়ে বসবো। কারণ ডাক্তাররা হচ্ছে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাদেরকে মাঠে রাখতেই হবে। সেই সাথে পুলিশ প্রশাসনকেও মাস্কের ব্যবহার নিশ্চিতের জন্য অ্যাকশন বাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভির সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম।