হঠাৎ করেই নগরে ধোঁয়ার কুন্ডলি
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

শনিবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ নগরের ২নং রেলগেইট থেকে ডিআইটি এলাকায় আকাশে ধোয়া উঠে। এ সময় নগরের দোকানদার মধ্যে আগুনের আতংক সৃষ্টি দেখা দেয়। পরে দোকানদার ও মার্কেটের কেয়ারটেকারদের ছোটাছুটি আগুনের কোন সন্ধান পাওয়া যায়নি, ফলে সৃষ্টি হয় আতংক।
শহরের ডায়মন্ড সিনেমা মার্কেটের চিত্রকরের মালিক স্বপন দাস নিউজ নারায়ণগঞ্জকে জানান, ছুটি শেষে সকালে দোকান পরিস্কার পরিচ্ছন্নতা করা সময় মার্কেটের কেয়ারটেকার চন্দন আকাশে ধোঁয়া বিষয়ে অবগত করে। এ সময় নগরের আংশিক আকাশে কালো ধোয়া রূপ নেয়। এ সময় আগুনের কোন লক্ষ্য দেখা যায়নি এবং ধোয়া থেকে কোন দুর্গন্ধ ছিল না। প্রায় ৫/৬ মিনিট ধোয়াটি অবস্থান নিয়ে ডিআইটি চত্বরের পূর্ব পাশ দিয়ে চলে যায়।
তিনি আরো জানান, ছুটি ও শনিবারের কারণে নগরের মার্কেটগুলো তেমন খোলা না থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধোয়াটি ছিল আতংকের মত। আমাদের ধারণা ঘূর্ণিঝড়ে হুদহুদ’র প্রভাবে কোন ধোয়া এখান দিয়ে অতিক্রম করছিল।
অপরদিকে বঙ্গবন্ধু সড়কে চলাচলকারী টিংকু নিউজ নারায়ণগঞ্জকে জানান, সকাল ৯টায় কাজে উদ্দেশ্যে যাওয়াকালে সোয়া ৯টায় বৃষ্টি কারণে সোনার বাংলা মার্কেটের নিচে অবস্থান নেয়। বৃষ্টি হঠাৎ শেষ হতে এক কালো ধোয়া আকাশের আলো কমে যায়। এ সময় আশেপাশে থাকা সকল মানুষ মনে করেছিল মার্কেটে আগুন লাগছে। কিন্তু আগুনের গন্ধ বা লক্ষণ না থাকায় আতংক দেখা দেয় সকলের মধ্যে। কিন্তু ৬/৭ মিনিটে ধোয়া চলে যাওয়া সকলের মাঝে স্বস্তি ফিরে আসে।
এদিকে অনেকে ধারণা করেছে, ২নং রেলগেইট থেকে কোন রেস্টুরেন্ট বা হোটেলের রান্না ঘর থেকে ধোয়া নগরে ছড়তে পারে। কিন্তু ধোয়া থেকে কোন গন্ধ ছিল না, এবং নগর দিয়ে অতিক্রম করছিল।