ডকইয়ার্ডের দখলে আইভীর ক্ষোভ
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:৫২ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশন এলাকায় সোনাকান্দা হাট পরিদর্শনের সময়ে একটি ডকইয়ার্ডের দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী
বুধবার ৬ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় বন্দর সোনাকান্দা হাট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিভা হাসান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, নারী কাউন্সিলর শিউলী নওশাদ।
ওই সময়ে আইভী ওয়াকওয়ে ও খেলামাঠ এবং হাটের চারিদিক রাস্তা পরিদর্শন করেন। তিনি কাজের সন্তোষ প্রকাশ করেন কিন্তু আহম্মেদ ডকইর্য়াড সাইডে জায়গা দখল করায় ক্ষোভ প্রকাশ করেন।
আইভী বলেন, সোনাকান্দা হাট নিয়ে আমরা কাজ শুরু করেছি। খেলা মাঠকে সৌন্দর্যবর্ধন, হাটের চারিদিক আরসিসি রাস্তা, ওয়াকওয়ে নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে। মাঠের একদিকে একটি ডকইয়ার্ডে নিয়ে যায়। সেটা উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে।