১১ বছরের শিশু ধর্ষণে ৫০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:১৩ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

মজা খাওয়ার জন্য ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের বৃদ্ধ আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ শহরের সুকুমপট্টি এলাকায় ১১জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। ১২ জানুয়ারি সকালে ধর্ষিতার বড় বোন বাদী হয়ে মামলা করলে মান্নানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মান্নান মতি মেম্বার বাড়ীর বাড়াটিয়া মৃত সিরাজ সরদারে ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি রাজমিস্ত্রী আব্দুল মান্নান বাথরুমের কাজ করতে আসে। দুপুরের দিকে বাসার লোকজন বাইরে যায় এ সুযোগে। মজা খাওয়ার জন্য ১০০টাকার প্রলোভন দেখিয়ে রুমে ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতেই ধর্ষণকারী সটকে পড়ে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, শিশু ধর্ষণকারী আব্দুর মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।