রূপগঞ্জে অপহৃত বালু ব্যবসায়ী উদ্ধার
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকা থেকে অপহৃত বালু ব্যবসায়ী জহরলাল নন্দী ওরফে বাবু (৩২) কে গত শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশ। সে নরসিংদী জেলার পলাশ থানার হাসনাহাটা গ্রামের সুভাস নন্দীর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ হৃদয় মিয়া নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাফিজুর রহমান জানান, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ভাই যুবলীগ কর্মী শফিকুল ইসলাম শফিকের সাথে অপহৃত জহরলাল নন্দী বালুর ব্যবসা করতো। ব্যবসার সুবাদে শফিকুল ইসলামের কাছে জহরলাল নন্দী ৩ লাখ ৭৫ হাজার টাকা পাওনা হন। ওই টাকা চাইতে গেলে শফিক মাথায় পিস্তল ঠেকিয়ে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে অপহরণ করে অমানুষিক নির্যাতন চালায়। পরে জহরলাল নন্দীর হাত-পা বেঁধে ড্রেজারের অন্ধকার কক্ষে ফেলে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাঞ্চন পৌর এলাকার কেন্দুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হৃদয় মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। শফিক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।