আধা ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

শনিবার বিকেলে আধাঘণ্টা মুষলধারে বৃষ্টিতে তলীয়ে গেছে নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়ক সহ বেশ কয়েকটি এলাকার রাস্তা ঘাট। যার ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরবাসীকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
জানা গেছে, ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্নিঝড় হুদ হুদ এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র বন্দর গুলো ৩নং স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্নিঝড় হুদ হুদ প্রভাবের দেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের বিকেলে প্রায় আধঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। শনিবার বিকেলের বৃষ্টিতে শহরের মাসদাইর, গলাচিপা, জামতলা, ভুইয়ারবাগ, বাড়ৈভোগ এলাকা সহ নগরীর বালুর মাঠ, বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।