রাজাকারপুত্রকে দিয়ে লুটপাট করা হচ্ছে : আইভী

স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১২:১০ এএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

রাজাকারপুত্রকে দিয়ে লুটপাট করা হচ্ছে : আইভী

আবারো নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজলকে নিয়ে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি এমপি সেলিম ওসমানকে উদ্দেশ্য করে বলেছেন, ৪০ বছর ধরে এই নারায়ণগঞ্জকে লুটপাট করে খাচ্ছেন। মানুষ মারছেন, হত্যা করছেন, যা মন চায় তাই বলেন। মাথা দেখা যাবে শুধু, মানুষকে পিষে মারতে চান। নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দিবে। আপনাদের দিন শেষ হয়ে আসছে। কার সাথে লড়তে আসেন কথা বুঝে বলবেন। আপনি আপনার কর্মচারী কাজলকে এক সময়ে মারধর করে গলায় জুতার মালা পড়িয়ে আপনি বের করে দিয়েছিলেন। আবার কি কারণে জানি, ওকে আবার মাথায় তুলেছেন। ওই রাজাকারের ছেলেকে দিয়ে সবকিছু লুটপাট করে খাচ্ছেন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে বন্দরে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইভী এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, ‘হুশ করে কথা বলবেন। ক্ষমা চাওয়ার কথা বলবেন আপনার ভাই ব্রাদারকে যারা ত্বকীকে হত্যা করেছে। তাদের ক্ষমা চাইতে বলেন। আমাকে ক্ষমা চাইতে বলেন কোন দুঃসাহসে? দুঃসাহস বেশী দেখাবেন না মিস্টার ওসমান। কখনও কিছু বলি নাই আপনাকে। বলার যখন সময় আসবে তখন পালাতেও পারবেন না। ওই রাজাকারের ছেলে কাজলকে দিয়ে সব লুটপাট করাচ্ছেন। ৪০ বছর ধরে এই নারায়ণগঞ্জকে লুটপাট করে খাচ্ছেন। মানুষ মারছেন, হত্যা করছেন, যা মন চায় তাই বলেন। মাথা দেখা যাবে শুধু, মানুষকে পিষে মারতে চান। নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দিবে। আপনাদের দিন শেষ হয়ে আসছে। কার সাথে লড়তে আসেন কথা বুঝে বলবেন। বাজে কথা বলবেন না। আপনার যাকে যা খুশি বলবেন না। আপনি আবার বলেন আমাকে মাফ চাইতে, আমি কার কাছে মাফ চাইবো? কোন অন্যায় কাজ তো করিনি। কারও কাছে কোন দিন আমি বা আমার পরিবার একটা টাকাও চাঁদা তো দাবী করিনি। আমার গোষ্ঠীতে কেউ খুন খারাবি করেনাই। আমার যে দুইটা ভাই আছে তাও অনেকে জানেনা। কিসের জন্য ক্ষমা চাইবো? আপনি কে যে আপনার কথায় আমাকে ক্ষমা চাইতে হবে? ক্ষমা চাইবেন আপনারা।’

আইভী বলেন, অনেকেই ধমকের সুরে আমাকে বলে কথা বন্ধ রাখতে। আমার কাজই তো জনগণের সাথে কথা বলা। যারা এসব কথা বলেন তারা তো ঢাকায় বসবাস করেন। দিনের বেলা নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্য আর চাঁদাবাজি করে রাতে ঢাকায় গিয়ে থাকেন। আমি তো ঢাকায় বসবাস করিনা। আমার চৌদ্দ পুরুষ নারায়ণগঞ্জে থাকেন। আমাকে ধমক দিয়ে কাজ হবেনা। কারণ আপনাদের পিস্তলেই তো ভয় পাইনি। দুই বছর আগে তো পিস্তল উঁচিয়ে গুলি করতে এসেছিলো, ভাগ্য ভালো গুলি লাগেনাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে।

আইভী বলেন, যখন যা খুশি তাই বলবেন না। মায়ের জাতকে সম্মান দিয়ে কথা বলবেন।আপনার ৩টা মেয়ে আছে, আপনি যেই উদাহরন দিয়েছেন আল্লাহ না করুক আপনার মেয়েদের কপালে যেন না পরে। সেই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। যাকে যা খুশি বলবেন না। এই শহরের মানুষ আমাকে জানে।


বিভাগ : মহানগর


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও