চুরির মাল ভাগাভাগি যুবককে গুলি
সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:২৬ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির মালামালের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গুলিতে মো. নূর নবী (২৫) নামে যুবক আহত হয়েছে। ১১ অক্টোবর সোমবার রাত আটটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বন্ধকৃত মনোয়ারা জুট মিলস থেকে একটি চক্র দীর্ঘ দিন যাবত মালামাল চুরি করে আসছিল। গত ১৩ সেপ্টেম্বর রাতে মিলের মালামাল চুরির সময় পুলিশের উপর হামলার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলায় গুলিবিদ্ধ সাহেব আলী ও নূর নবী পলাতক আসামী।
এলাকাবাসী জানায়, আটিগ্রাম এালাকায় রাত ৮টায় চোর চক্রের সদস্য সাহেব আলীর সাথে ভাগবাটোয়ারা নিয়ে নূর নবী কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূর নবী সাহেব আলীকে দা দিয়ে আঘাত করে। এসময় সাহেব আলী তার নিকট থাকা অস্ত্র দিয়ে নুর নবীকে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ খান বলেন, গুলিবিদ্ধ নূরনবীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে পাইপগান দিয়ে একটি গুলি করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম জানান, গুলির ঘটনায় একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। চুরির ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওসি। তবে ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।