সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৩৬ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে নওশাদ (৩৮) নামে ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় রানা সিএনজি পাম্পের এলাকা থেকে এ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, মহাসড়কের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, তার মাথায় আঘাত করে হত্যা করা হতে পারে। অধবা কোন যানবাহনের সাথে আঘাত পেয়ে এ ঘটনা ঘটতে পারে। কয়েকদিন পূর্বের হওয়ায় লাশটি ডান হাত পচে যাওয়া অনকটা পোকায় খেয়ে ফেলছে।