চাচা চলেন যাই

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১২:৪৭ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

চাচা চলেন যাই

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে সামনে আবারো একত্রে হয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। দীর্ঘদিন পর তারা একত্রে একটি কর্মসূচী অংশ নেন।

শনিবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে দেশ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের দীর্ঘ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সামনে বসা আনোয়ার হোসেনের সামনে হেঁটে যান মেয়র সেলিনা হায়াৎ আইভী।

তখন তিনি বলেন, ‘‘চাচা চলেন আগে মানববন্ধনে দাঁড়াই, আপনার বক্তব্যে আগে দেওয়াই।’’

আইভী এমন কথায়, সাথে সাথে বসা থেকে উঠে আনোয়ার হোসেন মানববন্ধন দিকে যান। মানববন্ধনে একত্রে চাচা-ভাতিজী দেখে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা দেয়।


বিভাগ : মহানগর


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও