নারায়ণগঞ্জের প্যানেল মেয়র চাপে
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০১:১৮ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

বেশ দোর্দন্ড দাপটেই ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা আফরোজ বিভা। সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠদের অন্যতম তিনি। আইভী ও সিটি করপোরেশনের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে প্রশংসিত তিনি। সেটা প্রতীয়মান হচ্ছিল আইভী বিরোধীদের বক্তব্যে। বার বার আইভীর সঙ্গে বিভার বিষয়টিও উঠে আসছিল। তাদের আক্রমনাত্মক বক্তব্যে উঠে এসেছিল আইভীর সঙ্গে যে বিভাও টার্গেট। আর সে কারণেই দুটি ঘটনায় এবার কিছুটা চাপে রয়েছেন বিভা।
সবশেষ গ্রেপ্তার করা হয়েছে বিভার স্বামী হাসান আহমেদকে। তাকে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সহিংসতার মামলায় গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২৩ অক্টোবর সকালে তাকে বাবুরাইলের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগেরদিন মন্ডলপাড়ায় বিভার অফিসের সামনে থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাকির হোসেন ওরফে গালকাটা জাকিরকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর রাতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত গালকাটা জাকির বিএনপি দলীয় সন্ত্রাসী ছিল। সে দীর্ঘ ১১ বছর পলাতক ছিল। এ জাকিরও হলেন হাসানের একজন অনুগামী।
এদিকে স্থানীয় একটি সূত্র বলছেন, চার আগে সংঘঠিত কাশিপুরের আলোচিত জোড়া খুনের মামলাটিও আবার সামনে আনা হচ্ছে। এ মামলায় আসামী না হলেও ইন্ধন দাতা হিসেবে হাসানের ভাই এম এ মজিদের নাম উল্লেখ আছে।
এছাড়াও সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চল থেকে কাউন্সিলর দিয়ে মেয়র আইভীর বিরুদ্ধে চাপ সৃষ্টি করলেও শহর থেকে কাউন্সিলররা সাপোর্ট দিয়ে মেয়র আইভীকে মানসিক ভাবে শক্তিশালী রাখেন। যার কারণে এতো আঘাত করলেও মেয়র আইভী কখনো দুর্বল হয়ে পরেননি।’
এরা হলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১৬, ১৭ ও ১৮ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন। এ তিনজনকে আগামী নির্বাচনে পরাজিত করতে উঠে পরে লেগেছে একটি প্রভাবশালী মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক নেতা বলেন, ‘এ তিন কাউন্সিলরকে মেয়র আইভীর শক্তি মনে করা হচ্ছে। কারণ আফসানা আফরোজ বিভার স্বামী হাসান আহমেদ বিএনপির একজন নেতা। এলাকায় তার যেমন প্রভাব আছে তেমনি নেতাকর্মীও আছে। মেয়র আইভীর অসম্ভব কাজ শেখ রাসেল পার্কের জায়গায় থাকা জিমখানা বস্তিবাসী উচ্ছেদ করাকে সফল করেছে মূলত হাসান বাহিনীর লোকজনই। তাছাড়া বাবুরাইল খাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও অদৃশ্যভাবে সহযোগিতা করছেন হাসান বাহিনী।’