ক্লিনিকে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রয়েল স্পেশালাইডস নামের এক ক্লিনিকের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ ওই ক্লিনিকে অভিযান চালিয়ে ৩জনকে আটক করেছে। ওই ক্লিনিকে পুলিশের অভিযানের পর ক্লিনিক তালাবন্ধ করে অন্যান্য অংশীদাররা পালিয়ে গেছে।
নিহত নবজাতকের স্বজনরা জানায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের পাঁচআনী গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রীর শুক্রবার রাতে প্রসব বেদনা হলে তাকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার রয়েল স্পেশালাইডস নামের ক্লিনিকে নিয়ে আসে। এসময় ক্লিনিক কর্তৃপক্ষ গাইনী ডাক্তার আসবেন বলে তাদের অপেক্ষা করতে বলেন। দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষার পর গাইনী ডাক্তার আসবেন না বলে তাদের মাতুয়াইল শিশু স্বাস্থ্য ইনটিস্টিউটে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরে রোগীকে মাতুয়াইল নিয়ে গেলে সেখানে তার নবজাতক মৃত ভূমিষ্ট হয়।
পরে নিহত নবজাতকের বাবা ইব্রাহিম মিয়া শনিবার সকালে সোনারগাঁ থানায় রয়েল স্পেশালাইডস নামের ওই ক্লিনিকের অবহেলার কারনে তার নবজাতকের মৃত্যু হয়েছে উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ক্লিেিনক অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন (২৮), মো: ইলিয়াস (৩২), খন্দকার তারিক আমানউল্লাহ (৪০) নামের ৩জনকে আটক করে নিয়ে আসে।
ঘটনার পর রয়েল স্পেশালাইডস নামের ক্লিনিক তালাবন্ধ রয়েছে। বক্তব্যের জন্য কাউকে পাওয়া যায়নি। হাতপাতালে ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের পর ওই ক্লিনিকে অভিযান চালিয়ে ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।