সময় এসেছে কুরবানীর শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানোর : জেলা জামায়াত সেক্রেটারী
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মোমিনুল হক বলেছেন, কুরবানীর অপর নাম ত্যাগ। যা মুসলিম জাতি যুগ যুগ ধরে এ দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এখন সময় এসেছে সে কুরবানীর শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানোর। ত্যাগ দিয়ে প্রতিটি পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে।
তিনি বলেন, বর্তমানে মুসলমান নাম ধারণ করে যারা হজ্বকে কটাক্ষ করে আসছে তারা কোন ভাবেই মুসলিম প্রধান এ দেশের প্রতিনিধি হতে পারে না। তাদের গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে এবং তাদের শাস্তি পেতে হবে। না হয় জনগণ সে বিচার করতে পিছপা হবে না।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফতুল্লা থানা শাখার দু’টি ইউনিটের উদ্যেগে আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন, থানা শাখার শুরা সদস্য মাওলানা নাসির উদ্দিন সরকার, ফতুল্লা ইউনিয়ন সভাপতি নাসির উদ্দন পিন্টু, ফতুল্লা ৪ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।