ফতুল্লায় রত্নগর্ভা মা জেবুন নেছা চৌধুরীর কুলখানী রোববার
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

ফতুল্লার রত্নগর্ভা জেবুন নেছা চৌধুরীর কুলখানী অনুষ্ঠিত হবে রবিবার। এ উপলক্ষে চৌধুরী বাড়ি এলাকার নিজ বাস ভবন ‘প্রান্তিক’ এ বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।
মরহুম জেবুন নেছা চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ পরিচালক হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী। এই রত্নগর্ভা মায়ের ৫ সন্তানই বিসিএস ক্যাডারভুক্ত। তার বড় ছেলে মোস্তফা হাবীব চিশতী পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ডের উপ পরিচালক। তার একমাত্র মেয়ে রেদৌয়া বিনতে হাবীব আদমজী এম ডব্লিউ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তার মেঝো ছেলে আশ্রাফুল আলম চৌধুরী শিবলী সরকারী তোলারাম কলেজের সহকারী অধ্যাপক ( ফিজিক্স)। তার সেজো ছেলে চৌধুরী জাফর সাদেক তেজগাঁও সরকারী বিজ্ঞান কলেজের সহকারী অধ্যাপক ( ইংরেজি)। তার ছোট ছেলে ডা. ইকবাল বাহার চৌধুরী শিহাব নারায়ণগঞ্জ ৩ শ’ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার। জেবুন নেছা চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় নিজ বাস ভবনে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। ওইদিন বাদ জোহর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে মসজিদের পাশে চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই রত্নগর্ভা মা’কে।
এদিকে এই মহীয়সী নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফতুল্লার রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ। এক শোক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, এমন মায়ের জন্য আমরা গর্বিত। তার আত্মার মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।