প্রাণ গেল বাবা ও শিশু মেয়ে সহ ৩ জনের, আহত পরিবারের তিনজন
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছে ওই পরিবারের আরো তিনজন সহ সিএনজি অটো রিকশা চালক। রাত ৯টায় উপজেলার দেবই এলাকাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহত ও নিহতরা একটি সিএনজি অটো রিকশায় করে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক হতে সিদ্ধিরগঞ্জে বাড়িতে ফিরছিল।
নিহতরা হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলা বাড়ি এলাকার ডালিম মিয়া (৩০) ও তার ৩ বছরের মেয়ে নুফ নূর। এছাড়া সিএনজি চালকও মারা গেছে জানা গেছে।
আহত হয়েছে ডালিমের স্ত্রী, ছেলে ও শ্যালক। তাদের সকলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এস আই) আহসান উল্লাহ জানান, নরসিংদী থেকে নারায়ণগঞ্জমুখী একটি সিএনজি চালিত অটো রিকশার সঙ্গে বিপরীতগামী একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পাড়ে যায়। ঘটনাস্থলেই ডালিম ও আরো ৫জন আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল বলে পুলিশ জানায়। পুলিশ ২টি গাড়ীই আটক করেছে।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডালিমের মেয়ে নুফ নূর মারা যায়। ডালিম পরিবারের লোকজনদের নিয়ে নরসিংদীর পাচদোনা এলাকাতে ড্রিম হলিডে পার্কে গিয়েছিল। সেখান থেকেই তারা সিএনজি অটো রিকশায় করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসছিলেন। তাদের সকলের মধ্যেই ছিল উচ্ছাস। কিন্তু মুহূর্তেই সেটা মিইয়ে গেল।