নারায়ণগঞ্জে আসছেন শাকিব খান
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ নামে বাংলা চলচ্চিত্রের অভিনয় করতে সারা জাগানো অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান সোমবার নারায়ণগঞ্জ আসছেন। শাকিব খানের শারীরিক অসুস্থতার কারণে রোববার শ্যুটিয়ের দিন পরিবর্তন করে সোমবার ও মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে শ্যুটিংয়ের সহায়তাকারি স্টেডিয়ামের কর্মকর্তা তোফায়েল আহমেদ।
সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী -২ এর একটি অংশ রয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা। বাংলাদেশ দলের অধিনায়ক হিসাবে শাকিব খান অভিনয় করবেন। এর আগে শনিবার শারীরিক অসুস্থতার কারণে শাকিব খান উপস্থিত হতে না পারলেও খেলার কোচ হিসেবে অভিনয় করা ওমর সানি ও খেলোয়াড় হিসেবে অভিনয় করা ইমন উপস্থিত ছিলেন।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ নামের চলচ্চিত্রটির পরিচালক হলেন শাফিউদ্দিন শাফি। তিনি নিউজ নারায়ণগঞ্জকে জানান, পূর্ণাঙ্গ প্রেমের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে যা আগামী ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে তে মুক্তি পাবে আশা রাখছি। চলচ্চিত্রের একটি অংশ রয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা। বাংলাদেশ দলের অধিনায়ক হলেন শাকিব খান। ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্যুটিংয়ে বাংলাদেশ দল জিতবে। খেলার পরে এখানে বিজয় উল্লাস হবে। শনিবার বৃষ্টির কারণে শ্যুটিং বিঘিœত ও শারীরিক অসুস্থতার কারণে শাকিব খান আসতে পারেনি। স্টেডিয়ামটি ৩লাখ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল।
চলচ্চিত্রটিতে শাকিব খান, ওমর সানি, ইমন ছাড়াও অভিনয়ে আছেন জয়া আহসান, মৌসুমী হামিদ প্রমুখ। শ্যূটিংয়ে সহায়তা করছেন স্টেডিয়ামের কর্মকর্তা তোফায়েল আহমেদ ও এস এ আহমেদ ঝনু প্রমুখ।