এনটি গার্মেন্টের শ্রমিকদের লাগাতার কর্মসূচি
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা কাশিপুর এলাকার এনটি অ্যাপারেলসের শ্রমিকদের দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে এনটি অ্যাপারেলসের শ্রমিকেরা।
সোমবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ বিকেএমইএ কার্যালয়ের সামনে এনটি অ্যাপারেলসের ৩৫০ জন শ্রমিককে চাকুরীতে পূর্ণবহাল ও সেপ্টেম্বর মাসের বেতন ও ওভার টাইম পরিশোধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘোষনা দেন।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, বিসিক আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক সাইদুর, এনটি অ্যাপারেলসের শ্রমিক আফরোজা, সাজেদা, মুক্তা, সাজেদা , মাছেনা, কাজল, আফুরী, বানু আরা, মানজিলা, নাজিমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শ্রমিকদের বেতন, ওভার টাইমের টাকা এবং অক্টোবর মাসের বেতন না দিয়ে কোন প্রকার ঘোষণা ছাড়া কোন কারখানা বন্ধ করে দিতে পারে না। মালিকরা সময় সময় শ্রমিকদের বিভিন্ন ভাবে নির্যাতন করে থাকে। অবিলম্বে দ্রুত শ্রমিকদের দাবি মানতে হবে। শ্রমিকদের কাছে পূর্নবহাল করতে হবে। যাদি শ্রমিকদের দাবি দ্রুত পূরন না করা হয় তাহলে কঠোর আন্দোলন করে শ্রমিকদের দাবি আদায় করা হবে।
উল্লেখ্য ফতুল্লা কাশিপুর এলাকায় অবস্থিত এনটি অ্যাপারেলসের শ্রমিকদের কোন নোটিশ ছাড়া ৩৫০ জন শ্রমিককে চাকুরীচ্যুত করে দেয় মালিকপক্ষ। চাকুরীতে পূর্ণবহালের দাবীতে গত রোববার বিকেএমইএর সভাপতির কাছে স্মারকলিপি দেয় অ্যাপারেলসের শ্রমিকেরা।