চুরির অপবাদে নৈশপ্রহরীকে পিটুনী
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগে চুরির অপবাদে এক নৈশপ্রহরীকে পিটিয়ে আহত করেছে বাড়িওয়ালার ছেলে ও তার সহযোগীরা। রোববার সকালে এ ঘটনা ঘটে। আহত আনিছুর রহমান নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন।
আহত আনিছুর রহমান রহমান টেক্সটাইল মিলে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। তিনি রামারবাগ এলাকায় ভাড়া থাকেন।
আহত আনিছুর রহমান জানান, ২দিন পূর্বে তার পার্শ্ববর্তী ভাড়া বাড়িতে এক ভাড়াটিয়ার ২ ভরি স্বর্ণালংকার চুরি হয়। বাড়িওয়ালার ছেলে অনিক ওই চুরির ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে ছোট ভাই মেনিল, সহযোগী আলমগীর, জাকিরসহ আরো কয়েকজন মিলে আনিছুর রহমানকে বেধড়ক মারধর করে।