ফতুল্লায় তিন ছিনতাইকারী আটক
|| নিউজনারায়ানগঞ্জ২৪.নেট ০১:০১ এএম, ১ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে শনিবার রাতে ছিনতাইকালে এলাকাবাসী ও পুলিশ ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলো- শামীম মিয়া(২৬), সাজ্জাদ(২৪) ও সুজন(২২)। এরা প্রত্যেকে জামতলা ও এর আশপাশের এলাকায় বসবাস করে।
ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থেকে চাষাঢ়ায় রিকশা যোগে মাছ ব্যবসায়ী এরশাদ আলী আসার পথে আটক তিন ছিনতাইকারীসহ অজ্ঞাত কয়েকজন পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন ও টহল পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করেছে। এব্যাপারে দ্রুত বিচার আইনের ধারায় মামলা হয়েছে।