খেলাফত মজলিসের দাওয়াত গণসংযোগের উদ্বোধন
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১৬ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত দাওয়াত ও গণসংযোগ ২০২০ পালন উপলক্ষে ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিসের এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
১ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের নেতারা।
নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডাক্তার শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম, মহানগর সহ-সভাপতি ইলিয়াস আহমদ, মহানগর সহ-সম্পাদক হাফেজ আওলাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি মিজানুর রহমান, বন্দর উপজেলা সভাপতি মুফতি আবুল কাশেম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মুস্তাফিজ মুনিম, বন্দর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুজ্জামান, জেলা প্রচার সম্পাদক কাউসার আহমাদ সরকার এবং জাহিদ হাসান প্রমূখ।