প্রয়াত সাংবাদিক রনির পরিবারের পাশে গণবিদ্যার ৯৮ ব্যাচ
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪১ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

প্রয়াত ফটো সাংবাদিক তানভীর আহমেদ রনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন গণবিদ্যা নিকেতন-৯৮ ব্যাচ। প্রয়াত একই ব্যাচের সদস্য ছিলেন।
শুক্রবার ১৫ অক্টোবর বেলা ১১টায় রনির বাসায় গিয়ে তার পরিবারের হাতে ১ লাখ ৫৩ হাজার টাকা তুলে দেন গণবিদ্যা নিকেতন ৯৮ ব্যাচের বন্ধুরা। গণবিদ্যা নিকেতন-৯৮ ব্যাচের সকল বন্ধুদের পক্ষে উপস্থিত ছিলেন সাজ্জাদ নয়ন, আমিন ইল্লাহ পাটোয়ারী, উচ্ছাস আলম, আব্দুস সামাদ, আনিসুর রহমান লিংকন, শরিফুল ইসলাম মাসুদ ও শরীফ আহমেদ প্রমুখ।
গণবিদ্যা নিকেতন-৯৮ ব্যাচের সাজ্জাদ নয়ন জানান, আমাদের সকল প্রিয় বন্ধু তানভীর আহম্মেদ রনি-কে হারিয়েছি প্রয়া ২ মাস অতিক্রম করছে। এই দুই মাসের মধ্যে গণবিদ্যা নিকেতন-৯৮ ব্যাচের সার্বিক সহযোগিতায় প্রয়াত রনি স্ত্রী ও দুই সন্তানের কাছে সকলের বন্ধুদের সহযোগিতায় ১ লাখ ৫৩ হাজার টাকা হস্তান্তর করেছি। আমরা রনির পরিবারের জন্য বিশেষভাবে ওর দুটি সন্তানের জন্য প্রার্থনা করি। আমরা যারা রনির পরিবারের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছি আল্লাহ্ রব্বুল আলামীন তাদের প্রত্যেকেই উত্তম প্রতিদান দিবেন, ইনশাআল্লাহ।