শেখ রাসেল দিবসে আইনজীবী সমিতির দোয়া
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে নবনির্মিত ডিজিটাল বার ভবনের নিচতলায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আইনজীবীদের নিয়ে কেক কাটা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্রমুখ।