সংখ্যালঘু নির্যাতন হত্যার প্রতিবাদ মহিলা পরিষদের

প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৫৩ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

সংখ্যালঘু নির্যাতন হত্যার প্রতিবাদ মহিলা পরিষদের

শারদীয় দুর্গোৎসবে অনাকাংখিত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, রংপুর, জামালপুরসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনকও বটে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে উৎসব পালন করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে সামাজিক বন্ধন দৃঢ়। কিছু কিছু কুচক্রী এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সরকার, প্রশাসন, সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের কাছে জোর দাবি এই কুচক্রীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন এ দাবী জানান। এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও নানা কর্মসূচি পালন করা হয়।



নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও