সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সাংস্কৃতিক জোটের সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৮:২৪ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

গত ১৩ অক্টোবর কুমিল্লায় শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতা সরকারের ব্যর্থতায় চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়েছে। দেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় বার বার সরকার ব্যর্থ হচ্ছে। এ সব হামলা ও সহিংসতায় সরকারদলীয় লোকজনও জড়িয়ে যাচ্ছে। আবার এ সবের বিচারও হচ্ছে না।
সাম্প্রদায়িক সহিংসতায় সরকারের ভূমিকার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদমিনারে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।