সংখ্যালঘুদের আঘাত মানে বাংলাদেশকে আক্রমণ
প্রেস বিজ্ঞপ্তি || নিউজ নারায়ণগঞ্জ ০৮:৫০ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের প্রাঙ্গনে মানববন্ধন আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর ন্যাপের উদ্যোগে।
উক্ত মানববন্ধনে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ ওহাব, সেক্রেটারী আওলাদ হোসেন, তরিকুল সুজন, ভবানী শংকর রায়, দুলাল সাহা, সেলিম ভূইয়া, জাহিদুল হক ভূইয়া দীপু, গোবিন্দ চন্দ্র সাহা, কবি মোঃ সেলিম, জাহাঙ্গীর আলম টিপু, সৈয়দ জাভেদ আহমেদ। সভাপতিত্ব করেন জেলা ন্যাপের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে শুধু সংখ্যালঘু সমাজকে আক্রমণ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকেই বার বার আক্রমণ করা হচ্ছে। তাই আমরা মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক ঠিক রেখে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব অবিচল রেখে একটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ গঠন ও দেশটিকে সব মানুষের দেশ হিসাবে গড়ে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আর লক্ষ্য আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাবার জন্য আহবান জানাাচ্ছি।