দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দিচ্ছে
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:০৩ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে এই সমাবেশ আয়োজিত হয়।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইলিয়াস জামানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মশিউর রহমান রিচার্ড, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক সাইদুর রহমান, ছাত্র ফেডারেশন নতুন কোর্ট অঞ্চল কমিটির যুগ্ন আহ্বায়ক তানভির হোসেন, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য আকাশ মোল্লা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী প্বার্থ সাহা।
সমাবেশে মশিউর রহমান রিচার্ড বলেন, ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক হামলাগুলোর জন্যে সরকার ও প্রশাসনের ব্যার্থতাই দায়ী। বর্তমান সরকার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক পরিচয় তৈরি করে বিশ্বের দরবারে এদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা এবং নাগরিক অধিকার দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। এই ব্যর্থতা আড়াল করতেই তারা এদেশের মানুষকে ধর্ম, লিঙ্গ ও শ্রেনীপেশার ভিত্তিতে ভাগ করে বাংলাদেশকে গভীর বিপদের দিকে ঠেলে দিচ্ছে!
সমাবেশে সভাপতির বক্তব্যে ইলিয়াস জামান বলেন, সরকার বিরোধী ও রাষ্ট্রবিরোধী এক নয়। সরকার বিরোধী হওয়া কোন অপরাধ নয়। কিন্তু বর্তমানে সরকারের দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের হামলা মামলা দিয়ে দমন করার অপচেষ্টা চলছে। আমরা সম্প্রতি দেখলাম, সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা হয়েছে। সরকার না চাইলে এখন একটি গাছের পাতাও নড়ে না, কিন্তু একের পর এক হামলা হচ্ছে প্রশাসনের উপস্থিতিতেই। সরকার ও প্রশাশক এ হামলার দায় এড়াতে পারে না। আমরা এর আগে দেখেছি নাসিরনগরে হামলার সাথে সরকার দলীয় লোকজন জড়িত ও পরবর্তিতে নির্বাচনের জন্য নমিনেশন দেয়া হয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাবতলি আঞ্চলিক কমিটির আহ্বায়ক ইউশা ইসলাম, সম্পাদক সায়হাম আজমী, গোদনাইল আঞ্চলিক কমিটির সম্পাদক শাহিন হোসেন, যুগ্ম সম্পাদক লিমন হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।